Sheikh Hasina Latest Update: 'হাসিনাকে ফেরানোর আবেদন করব', দাবি বাংলাদেশি বিদেশমন্ত্রীর, কী বলল ভারত?
গত অগস্ট মাসে বাংলাদেশের 'গণঅভ্যুত্থান'-এর আবহে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতেই আছেন। সেই সময় বাংলাদেশি সেনার সাহায্যেই বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। এবার সেদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হাসিনাকে নিয়ে করলেন বড় দাবি।
2/6বর্তমানে বাংলাদেশের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলানো তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি আদালতের নির্দেশ আসে, তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্যে চেষ্টা করা হবে। উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক খুনের মামলা সহ ১০০টিরও বেশি মামলা করা হয়েছে ৫ অগস্ট থেকে। এছাড়াও একাধিক আওয়ামি লিগ নেতা-মন্ত্রীর বিরুদ্ধেও মামলার বন্যা বয়ে গিয়েছে।
3/6উল্লেখ্য, বাংলদেশে কোটা বিরোধী আন্দোলন পরিণত হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে। এর জেরেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন তিনি। বিগত প্রায় ১ মাস ধরে দিল্লিতে হিন্ডন বিমানঘাঁটিতে অজ্ঞাতবাসে আছেন হাসিনা। এর মাঝে কয়েকবার ডোভালের সঙ্গে দেখা হয়েছে তাঁর। তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোনও দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে।
4/6এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে'। এদিতে তৌহিদ বলেন, 'হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত। অবশ্য, সেদেশেও আইন আছে। আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়।' উল্লেখ্য, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রতব্যর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল।
5/6প্রসঙ্গত, আপাতত ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে দাবি করা হয়েছে, আপাতত হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতেই আছেন তিনি। সেখানেই হাসিনার নিরাপত্তার জন্যে মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো। জানা গিয়েছে, কোনও রাষ্ট্রপ্রধানকে যেমন সম্মান জানানো হয়, হাসিনাকেও সেভাবেই সম্মান জানিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার।
6/6এই আবহে প্রশ্ন উঠেছে, ৭৭ বছর বয়সি এই নেত্রী কি তাহলে পাকাপাকি ভাবে এখন ভারতে থাকবেন? রিপোর্ট অনুযায়ী, আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিক ভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা। অন্য কোনও দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কি না, তাও স্পষ্ট নয়।